ইংল্যান্ডের জন্য ‘ভিন্ন পরিকল্পনা’ অস্ট্রেলিয়ার

0

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। ওভালে ভারতের বিপক্ষে টেস্ট জিতে নতুন ইতিহাসও গড়েছে অজিরা। প্রথম ও একমাত্র দল হিসেবে আইসিসির তিন ফরম্যাটেই চ্যাম্পিয়ন দল এখন তারা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পর অস্ট্রেলিয়া দলের লক্ষ্য এখন অ্যাশেজ সিরিজ। ভারতকে হারানোর পর অ্যাশেজ নিয়ে আত্মবিশ্বাস বেড়েছে প্যাট কামিন্সের দলের। তবে ভারতের বিপক্ষে জয় পেলেও ইংল্যান্ডের বিপক্ষে যে তা মোটেও সহজ হবে না সেটা ভালোভাবেই জানে অজিরা। তাই অ্যাশেজ মিশন সামনে রেখে দলের দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করছে দলটি। 

এ প্রসঙ্গে অজি কোচ বলেন, ‘আমি মনে করি, বোলিং ও ফিল্ডিং দিয়ে বিপক্ষে দলের রান আটকানো সম্ভব। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ভিন্ন ভিন্ন জায়গায় বল খেলে। আমরা বোলিংয়ের ধরণ পরিবর্তন আনতে পারব না। তবে আমাদের ফিল্ডিং নিয়ে পরিকল্পনা আছে। আমরা খেলার টেম্পো নিয়ন্ত্রন করতে চাই।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here