খাঁচাবন্দি বুবলী

0

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমা। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। এরই মধ্যে ছবিটির পোস্টার প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে অর্পা চরিত্রে অভিনয় করা বুবলীর দেখা মিলেছে একটা খাঁচার মাঝে। পোস্টারে দেখা গেল খাঁচায় বন্দি বুবলীকে। পরনে লাল রঙের স্লিভলেস ব্লাউজ আর সাদা শাড়ি। চোখে-মুখে মুচকি হাসির আভা। পোস্টারের ট্যাগ লাইন লেখা ‘এক প্রিয়তমার বঞ্চনার গল্প’। যদিও বুবলীর চোখে-মুখে বঞ্চনার কোনো বালাই ছিল না!  বুবলী বলেন, ‘এই ছবির পুরো জার্নিটা ছিল আমার জন্য বেশ রোমাঞ্চকর। আমরা মেয়েরা অনেক বেশি আবেগপ্রবণ, অনেক বেশি ভালোবাসা চাই, ভালোবাসতে চাই। যে মানুষটাকে ভালোবেসেছি তাকে আঁকড়ে ধরে থাকতে চাই। তাকে সম্মান দিয়ে তার বলা না বলা কথা, তার পাশে থাকা, জীবন সুন্দর করার গল্পটাই ‘প্রহেলিকা’র। এই ছবির সব থেকে বড় শক্তি এর গল্প। আশা করি, এটি দর্শকদের অনেক ভালো লাগবে।’ ছবিটির কাহিনি ও চিত্রনাট্য করেছেন পান্থ শাহরিয়ার। এতে বুবলী ছাড়াও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত আলী, সাবিহা জামান, শ্যামল জাকারিয়া প্রমুখ। ‘প্রহেলিকা’ প্রযোজনা করেছেন জামাল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here