চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অজ্ঞাত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আমবাগান ব্যবসায়ী মো. সাকিব ওরফে কালু (২৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর দুই আরোহী বাগান ব্যবসায়ী মো. সেলিম (২৫) ও মো. এন্তাজ (২৮)। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার রাত সোয়া ৯টার দিকে নাচোল পৌর জোনাকিপাড়া মোড় এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সাকিব জেলার গোমস্তাপুর উপজেলার নিমতলা গ্রামের সাইদুর রহমানের ছেলে। আহত সেলিম গোমস্তাপুরের বেগুননগর গ্রামের আয়েস উদ্দিন ও এন্তাজ নিমতলা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে। ঘটনার পরপরই দ্রুতগতির ট্রাকটি পালিয়ে গেলে সেটি আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।