গাজীপুরের কালিয়াকৈরে ফরহাদ মণ্ডল নামে এক ব্যক্তির বাসায় আগুনে পুড়ে নয়টি কক্ষ পড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার চন্দরা পালনপাড়া এলাকায় রবিবার রাত ১০ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
এলাকাবাসী আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ওই বাড়ির নয়টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।