পদকের হিসেব বলছে পুরুষ টেনিসে এখন সবার ওপরে নোভাক জোকোভিচ! ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককের ফাইনালে নরওয়ের কাসপার রুডকে পরাজিত করে ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নোভাক।
এর এই জয় তাকে নিয়ে গেছে রাফায়েল নাদালেরও ওপরে।
ক্লে কোর্টের গ্র্যান্ড স্ল্যামে এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলেন জোকোভিচ। ২০১৬ সালে এখানে প্রথমবার জয়ের পর ২০২১ সালে দ্বিতীয় শিরোপার স্বাদ পান তিনি। গত বছরের আসরে কোয়ার্টার-ফাইনালে নাদালের বিপক্ষে হেরে বিদায় নেন জোকোভিচ।
ফরাসি ওপেনের মতো সমান তিনবার ইউএস ওপেন জিতেছেন জোকোভিচ। তিনি সবচেয়ে সফল অস্ট্রেলিয়ান ওপেনে, বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামটি জিতেছেন রেকর্ড ১০ বার। আর গ্রাস কোর্টের গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনে তার শিরোপা সাতটি।