রাশিয়া থেকে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ করার নর্ড স্ট্রিম পাইপলাইনে ইউক্রেনই হামলা চালিয়েছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর তদন্তে উঠে এসেছে।
৬ জুন মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বেলজিয়ামের পত্রিকা ডে তিজদ শনিবার এক প্রতিবেদে জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তার বেলজিয়ান সমকক্ষ এডিআইভিকে বলেছে, নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় ইউক্রেনের হাত থাকতে পারে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে অনুসন্ধানী সাংবাদিক সেইমুর হার্শ বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলার বিষয়টিকে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।
২০২২ সালের ২৬ সেপ্টেম্বর বাল্টিক সাগরের তলদেশে স্থাপিত নর্ড স্ট্রিম ওয়ান ও নর্ড স্ট্রিম টু পাইপলাইনে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।