শীর্ষ বাছাই কার্লোস আলকারাজকে হারিয়ে ফরাসি ওপেনের ফাইনালে চলে গেলেন নোভাক জকোভিচ। রোলাঁ গাঁরোয় প্রথম সেমিফাইনালে ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ সেটে একনম্বর খেলোয়াড়কে হারান ২২টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী।
রবিবার (১১ জুন) সার্বিয়ান তারকার কেরিয়ারের ৩৪তম গ্র্যান্ডস্লাম ফাইনাল। লক্ষ্য ২৩তম গ্র্যান্ডস্লাম। পুরুষদের টেনিসে ২২টি করে গ্ল্যান্ডস্লাম জিতেছেন নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল এবং কিংবদন্তি রজার ফেডেরার। এরমধ্যে অবসর নিয়েছেন ফেডেরার। রাফায়েল নাদালের চোট। পরের বছর তিনিও কোর্ট ছাড়তে চলেছেন।