তীব্র দাবদাহ প্রশমনে বগুড়ায় পুলিশের বিশুদ্ধ পানি সরবরাহ

0

তীব্র দাবদাহ প্রশমনে বগুড়ায় সাধারণ জনগণের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করেছে জেলা পুলিশ। রবিবার দুপুরে বগুড়া শহরের সাতমাথা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

তিনি বলেন, চলমান তীব্র দাবদাহে কর্মজীবী মানুষেরা তৃষ্ণার্ত হয়ে পড়েন। পথচারী মানুষদের তৃষ্ণা মেটাতে পুলিশের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে। তারা নির্বিঘ্নে বিশুদ্ধ পানি পান করবেন। পাশাপাশি পুলিশ সদস্যরা প্রচণ্ড রোদে হাইওয়ে সড়কসহ শহরের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করে থাকেন। তারাও এই বিশুদ্ধ পানি পান করবেন। এজন্য জেলা পুলিশ প্রতিদিন এই বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here