বাংলাদেশ, ভারত, চীন ও কোরিয়ার চৌকষ ৬০ টিমের অংশগ্রহণে ২৮-২৯ মে দ্ই দিনব্যাপী অনুষ্ঠিত ‘মাসুম রিয়েল্টি ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ এ বাংলাদেশি খেলোয়াড়রাই চ্যাম্পিয়নশিপে ট্রফি লাভ করেছেন।
মিশিগান স্টেটে ওয়ারেন সিটির ওয়ারেন এ্যাথলেটিক ক্লাবে মাসুম রিয়েল এ্যাস্টেট গ্রুপের আয়োজনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্ট প্রিমিয়ার, এডভান্স, ইন্টারমিডিয়েট ও বিগেইনার নামে চার ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। ৬০ টিমের মধ্যে ছিল প্রিমিয়ার গ্রুপে-১২, এডভান্স গ্রুপে ২৪ এবং বিগেনার গ্রুপে ২৪ টিম। উপস্থিত দর্শকরা টুর্নামেন্টের উজ্জীবনী সৌন্দর্যে কর্মদিবসের কর্মপ্রবাহের ক্লান্তি ঝরিয়েছেন মুহুর্মুহু উল্লাস ধ্বনির মধ্য দিয়ে।