পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার জানিয়েছেন, তিনি দ্বিতীয় বিয়ে করতে রাজি নন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানি সাবেক এই ফাস্ট বোলারকে দ্বিতীয় বিয়ের বিষয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে শোয়েব জানান, তিনি ওই পথে হাঁটতে নারাজ।
শোয়েব আখতার বলেন, আমি বিশ্বাস করি, একবার কারো সাথে বন্ধন তৈরি হলে, তিনি আপনজনকে ছেড়ে আমার কাছে চলে এলে আমার উচিৎ তার সাথে সদ্ব্যবহার করা, তার জন্যও অনেক ত্যাগ দেয়া। সেজন্য আমি এক বিয়েতেই প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চাই। তবে ইসলাম একাধিক বিয়ের অনুমতি দেয়। আমি সেটাকে শ্রদ্ধা করি। কেউ যদি একাধিক বিয়ে করতে চায়, করতে পারে। ইসলাম তাকে সেই সুযোগ দিয়ে রেখেছে।
আখতার তার স্ত্রী রুবাব খানের সাথে কিভাবে সাক্ষাত করেছিলেন তা স্মরণ করে জানিয়েছিলেন যে তাদের পরিবার যখন হজে গিয়েছিল, তখন একে অপরের সাথে সময় কাটানোর সুযোগ ছিল। এই সময়ই তার মা সিদ্ধান্ত নেন এবং আখতার ও খানকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি আরও বলেন, তিনি কখনই তার কোনো ইচ্ছা প্রত্যাখ্যান করেননি। তাই বিয়েতে রাজি হয়েছেন।
তিনি বলেন, তিনি নিজেকে বেশ উদার মনে করলেও তার স্ত্রী আরো রক্ষণশীল মূল্যবোধ রাখেন। তার পছন্দের প্রতি শ্রদ্ধার কারণে, তিনি সামাজিক মিডিয়া এবং অন্যান্য পাবলিক প্ল্যাটফর্মে তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি শেয়ার করা থেকে বিরত থাকেন।
তিনি জোর দিয়েছিলেন যে গোপনীয়তা বজায় রাখার জন্য তার স্ত্রীর পছন্দ এমন কিছু, যা তিনি সম্পূর্ণরূপে সমর্থন করেন। ২০১৪ সালে আখতার খানের সাথে গাঁটছড়া বাঁধেন, তার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ দিকে। এই দম্পতির দু’টি ছেলে রয়েছে।