ফরিদপুরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে অংশীজনের সভা

0

জাতীয় শুদ্ধাচার কৌশলের আওতায় ২০২২/২৩ অর্থবছরে কর্ম পরিকল্পনার অংশ হিসেবে এপ্রিল-জুন তিন মাসের কার্যক্রম বাস্তবায়নে অংশীজনের সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার সকাল ১১ টায় অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এর যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এর উপ-সচিব মীনাক্ষী বর্মন এর সভাপতিত্বে সভায় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল চন্দ্র দাস, ফরিদপুর সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস, ফরিদপুর জনতা ব্যাংক পিএলসি এর জিএম মোঃ মাহবুব হোসেন, অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: জাহিদুল ইসলাম, সোনালী ব্যাংকের প্রিন্সিপ্রাল অফিসার রাম প্রসাদ দাস, রুপালী ব্যাংকের প্রিন্সিপ্রাল অফিসার জুলফিকার আলী বাঁধনসহ  সরকারি ব্যাংকের কর্মকর্তা ও ব্যাংক থেকে প্রাপ্ত সুবিধাভোগীরা বক্তব্য রাখেন।
 
এসময় বক্তারা ব্যাংকিং কার্যক্রমে জাতীয় শুদ্ধাচার কৌশলের বাস্তবিক বাস্তবায়ন এর উপর গুরুত্বারোপ করেন। একই সাথে এসএমই লোনের আওতা বাড়ানোর জোর দাবি জানান। এসএমই লোনের আওতা না বাড়ানো গেলে ব্যাংকিং সেক্টর এগিয়ে নেয়া সম্ভব নয় বলে মত প্রকাশ করা হয় সভায়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here