টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ৪৪৪ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। তবে চতুর্থ দিন শেষে ইতিমধ্যে সাজঘরে ফিরে গেছেন ভারতের তিন টপ অর্ডার ব্যাটার। সব মিলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের শেষ দিনে রয়েছে রোমাঞ্চের আভাস।
শনিবার দ্য ওভালে ম্যাচের চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান ৩ উইকেটে ১৬৪। জয়ের জন্য তাদের আরও করতে হবে ২৮০ রান। অন্যদিকে, অজিদের চাই ৭ উইকেট।
এর আগে টেস্টে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালের মে মাসে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৮ রানের লক্ষ্য ছুঁয়েছিল তারা ৩ উইকেট হাতে রেখে। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নিতে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে ভারতকে।
ওভালে প্রথম ইনিংসে ব্যাট করে ৪৬৯ রানে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৯৬ রানে অলআউট হয় ভারত। ফলে ১৭৩ রানের লিড পায় অজিরা।
পরে নিজদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। এতে ৪৪৪ রানের পাহাড় সমান টার্গেট পায় ভারত। এদিকে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ১৬৪ রানের চতুর্থ দিনের খেলা শেষ করেছে কোহলিরা। এখনো পঞ্চম দিনের খেলা বাকি।