চেয়ারম্যানের বিরুদ্ধে সাবেক মেম্বারকে পেটানোর অভিযোগ

0

ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল আলম আকনকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১০টায় মারধরে আহত নুরুল আলম আকনকে (৫৬) উদ্ধার করে পরিবারের সদস্যরা ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে।

আহত সাবেক মেম্বারের পুত্র ফরিদ আলম অভিযোগ করেন, গত ৪ মার্চ স্থানীয় নলবুনিয়া মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় রানাপাশা ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহজাহান হাওলাদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত হলে পূর্ব বিরোধের জেরে সাবেক ইউনিয়ন মেম্বার আবু সুফিয়ানের পুত্র রানা তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে। এঘটনায় রানার সাথে তার পিতা সাবেক মেম্বার নুরুল আলম আকন জড়িত সন্দেহে আজ সোমবার সকাল সাড়ে ৮টায় চেয়ারম্যান শাহজাহান হাওলাদার ফোন করে ইউনিয়ন পরিষদে চা খাওয়ার দাওয়ান দেন। সে অনুযায়ী সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদে উপস্থিত চেয়ারম্যান তার দুই সহযোগী বুলু মেম্বার ও সেন্টু মল্লিককে সাথে নিয়ে অতর্কিত হামলা চালিয়ে মারধর শুরু করে। এক পর্যায়ে চেয়ারম্যান একটা লাঠি তুলে নিয়ে হাতে-পায়ে বেধরক পেটালে সে মাটিতে লুটিয়ে পরে। খবর পেয়ে আমরা পরিষদে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে ভর্তি করেন। আমরা চেয়ারম্যানের এ সন্ত্রাসী হামলার বিচার চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here