ইস্তাম্বুলের ফাইনালে যেমন ঝাঁজ দেখার কথা, অন্তত প্রথমার্ধে তেমন কিছুর দেখা মেলেনি। একের পর এক আক্রমণ শানালেও ইন্টার মিলানের জাল ভেদ করতে পারেনি হলান্ডরা। অন্যদিকে, লাওতারো মার্টিনেজরাও তেমন জোরাল সুযোগ সৃষ্টি করতে পারেনি।
তবে গোলশূন্য প্রথমার্ধে সিটির অস্বস্তি বাড়িয়েছে ডি ব্রুইনার চোট। ম্যাচের ৩০ মিনিটে মাঠে পড়ে যান কেভিন ডি ব্রুইনা। সে সময় শুশ্রূষা নিয়ে ফের মাঠে ফিরলেও অস্বস্তি ছিল চোখে-মুখে। ৩৫ মিনিটে বড় ধাক্কা খায় ম্যানসিটি। অস্বস্তিতে ভোগা ডি ব্রুইনাকে মাঠ থেকে তুলে নেন গার্দিওলা। নামেন ফিল ফোডেন। অবাক করা তথ্য হচ্ছে, ২০২০-২১ মৌসুমের ফাইনালে চেলসির বিপক্ষেও ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন এই বেলজিয়ান প্লেমেকার।
ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ১টায়।
ফাইনালে পেপ গার্দিওলার দল খেলছে ৩-২-৪-১ ফরমেশনে। একাদশে যথারীতি আছেন হলান্ড, গুনদোয়ান ও ডি ব্রুইনাসহ প্রত্যাশিত সবাই। তবে শুরুর একাদশে জায়গা পাননি আর্জেন্টাইন তারকা জুলিয়েন আলভারেজ। উল্লেখ্য, রিয়ালের বিপক্ষে সেমির দ্বিতীয় লেগে শেষ মুহূর্তে নেমে গোলের দেখা পেয়েছিলেন এই বিশ্বকাপজয়ী।
অন্যদিকে, ইন্টারের কোচ সিমনে ইনজাগি একাদশ সাজিয়েছেন ৩-৫-২ কৌশলে।