কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালরা তিন স্তরে দালালি করত। দালালির অভিযোগে চক্রের মূলহোতা শাকিল আহম্মেদ সুজনসহ (৩৮) ২৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার বিষয়টি জানিয়েছেন র্যাব ১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব কর্মকর্তা মেজর সাকিব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামিরা সকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য।