বিমানবন্দরের রানওয়েতে ধাক্কা লাগল দু’টি বিমানের। এতে একটি বিমানের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে জাপানের টোকিওর হানেদা বিমানবন্দরে। এই ঘটনায় কেউ হতাহত হননি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাক্সিওয়েতে ছিল ব্যাংককগামী থাই ওয়ারওয়েজের বিমান। উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। সেই সময়ই সেখানে ছিল ইভা এয়ারওয়েজের অন্য একটি বিমান। দু’টি বিমানের ধাক্কা লাগে। কী ভাবে দু’টি বিমান রানওয়েতে পাশাপাশি চলে আসে, তা জানা যায়নি।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তাইওয়ানের ইভা এয়ারওয়েজের কোনো মন্তব্য পাওয়া যায়নি। আর থাই এয়ারওয়েজ বলছে, জাপানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।