কুষ্টিয়ার দৌলতপুরে চাচাকে হত্যার অভিযোগ ভাতিজাদের বিরুদ্ধে

0

কুষ্টিয়ার দৌলতপুরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা মাহফুজুল হক ওরফে ইরিন সর্দার (৬২) নিহত হয়েছেন। শনিবার উপজেলা খলিশাকুন্ডি ইউনিয়নের পাককোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে শনিবার বিকাল ৬টার দিকে ইরিন সর্দার ও তার ভাতিজা মামুন ও সুমনের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে মামুন  ও সুমন ইরিন সর্দারের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। লাঠির আঘাতে ইরিন সর্দার গুরুতর আহত হন। স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নিতে যায়। কিন্তু পথেই রাত ৮টার দিকে তিনি মারা যান।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়েই তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন। ওসি বলেন, এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে শনিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here