অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: ফাইনালে মুখোমুখি উরুগুয়ে-ইতালি

0

আর্জেন্টিনায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে ইতালির মুখোমুখি হবে উরুগুয়ে। প্রথম সেমিফাইনালে সাড়া জাগানো ইসরায়েলকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লাতিন আমেরিকা অঞ্চলের দল উরুগুয়ে। ম্যাচের একমাত্র গোলটি করেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার অ্যান্ডারসন দুয়ার্তে।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় দিয়ে ফাইনালে জায়গা করে নেয় ইতালি। বৃহস্পতিবার রাতে দুর্দান্ত লড়াই শেষে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারায় ইউরোপের দলটি। ম্যাচের ১৪তম মিনিটে ইতালির হয়ে সিজার কাসাদেই গোলের সূচনা করেন। কিন্তু ম্যাচের ২৩তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। এরপর ৮৬তম মিনিটে গোল করে জয় তুলে নেয় ইতালি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here