মনোনয়ন না পেয়ে মন খারাপ সিদ্দিকের, উড়াল দিলেন দুবাই!

0

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদন করেছিলেন ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ভীষণ মন খারাপ তার। তাই মন ভালো করার জন্য দুবাইয়ে উড়াল দিয়েছেন এই অভিনেতা।

সেখান থেকে সবার উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। যেখানে সিদ্দিকুর রহমান বলেন, উপনির্বাচনে অংশগ্রহণের জন্য ঢাকা-১৭ থেকে মনোনয়নপত্র উঠিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য হলেও এটা সত্য যে, আমাকে ঢাকা-১৭ আসনের জন্য সিলেকশন করেননি। সেই কারণেই একটু মন খারাপ।

যোগ করে এই অভিনেতা বলেন, আমি আওয়ামী লীগের লোক। বঙ্গবন্ধুর আদর্শের মানুষ এবং মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শের সৈনিক, নৌকার মানুষ আমি। সেই জায়গা থেকে বলতে চাই, ঢাকা-১৭ আসন থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে, আমি সত্যিকার অর্থেই তার হয়ে কাজ করব। নৌকার পক্ষে কাজ করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here