স্বস্তির বৃষ্টিতে ভিজল পাহাড়

0

এক পশলা বৃষ্টিতেই স্বস্তি ফিরেছে পাহাড়ে। তীব্র দাবদাহ আর পানি সংকটে অতিষ্ট পাহাড়বাসী এখন বৃষ্টিতে উচ্ছ্বসিত। সবুজে ভরে উঠেছে পাহাড়। খরায় মরে যাওয়া ছড়া ও ঝর্ণাগুলোতেও ফিরেছে প্রাণের স্পন্দন।

গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টা শুরু হয় বৃষ্টি। শনিবারও চলছে সেই বরষা ধারা। এভাবে টানা বৃষ্টি অব্যাহত থাকলে পাহাড়ে যেমন দাবদাহ কমবে, তেমনি দূর হবে পানি সংকট বলছেন স্থানীয়রা।
 

রাঙামাটি অবহাওয়া অফিসের কর্মকর্তা মো. হুমায়ন কবির বলছেন, মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। তেমন ভারী বৃষ্টি পাত না হলেও , অব্যাহত থাকবে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টি। এখন পর্যন্ত ১২.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর কারণে আকাশে মেঘ জমেছে। গরমও কমে আসতে পরে।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টানা খরা আর বৃষ্টিপাত বন্ধ থাকার কারণে পার্বত্যাঞ্চলে শুকিয়ে যায় পাহাড়ি ছড়া, ঝর্ণা ও নদী। তীব্র হয়ে ওঠে পানি সংকট। শুধু তাই নয়, প্রাকৃতিক ভারসাম্য হারায় পাহাড়। তীব্র গরমে অতিষ্ট হয়ে ওঠে পাহাড়বাসী। পানি সংকটের কারণে যেমন স্থবির হয়ে পরে চাষাবাদ। তেমনি স্থবির হয়ে পরে মানুষের দৈনন্দিন জীবনের কাজ। শুকনো ছড়ার অস্বাস্থ্যকর পানি পান করে এরই মধ্যে রাঙামাটির সাজেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে চার শতাধিক মানুষ। নৌ পথেও বন্ধ হয়ে যায় উপজেলাগুলোতে যোগাযোগ। ধস নামতে থাকে স্থানীয়দের ব্যবসা বাণিজ্যে। 

একই ভাবে বৃষ্টি দেখে উচ্ছ্বসিত রেনু বালা চাকমা। তিনি বলেন, আমার মনে হয়েছিল এভাবে আর কিছুদিন বৃষ্টি না হলে পাহাড়ে দুর্ভিক্ষ হয়ে যেত পানির জন্য। এখন সৃষ্টিকর্তার কৃপাই পানি পাচ্ছি বৃষ্টি থেকে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here