দুমকিতে দুই ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

0

আগামী ১৭ জুলাই পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। আসন্ন এই নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ৫ নম্বর শ্রীরামপুর ইউনিয়নে মো. আমিনুল ইসলাম ছালাম মৃধা এবং ২ নম্বর লেবুখালী ইউনিয়নে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম তুহিন।

আমিনুল ইসলাম ছালাম বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, দুই ইউপিতেই ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৯ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৫ জুন প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here