নোয়াখালীর অশ্বদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট পুনর্গণনার আদেশ

0

নোয়াখালী সদর উপজেলায় ১০নং অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট পুনর্গণনার আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শাহ আলমের আবেদনের প্রেক্ষিতে চেয়ারম্যান পদে ভোট পুনর্গণনার আদেশ দেন বিজ্ঞ আদালত। সোমবার দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনাল ও সদর সিনিয়র সহকারী জজ জেরিন সুলতানা দুই পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। 

জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তাদের কারচুপির অভিযোগ এনে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম বাদী হয়ে গোলাম হোসেন বাবলুকে বিবাদী করে নির্বাচনী ট্রাইব্যুনাল ও সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন এবং ভোট পুনর্গণনার দাবি জানান। বাদী এজাহারে আরও অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদেরকে ভোট পুনর্গণনার জন্য আবেদন করলেও তারা তরিঘরি করে কেন্দ্র ত্যাগ করেন এবং ১নং বিবাদীকে বিজয়ী ঘোষণা করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here