সোনমের জন্য খোলা চিঠি অনিলের, জবাবে যা লিখলেন মেয়ে

0

সন্তানের জন্মদিন যেকোনও বাবার কাছেই আনন্দের। কিন্তু অনিল কাপুরের ক্ষেত্রে শুক্রবার দিনটা অন্যভাবেই শুরু হয়েছিল। ৯ জুন তার মেয়ের জন্মদিন। কিন্তু মনখারাপ বাবার। তাই মেয়ের জন্মদিনে বিশেষ বার্তা দিয়ে একটি খোলা চিঠি লিখলেন অনিল কাপুর।

আসলে এই মুহূর্তে স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনে রয়েছেন সোনম। সঙ্গে রয়েছে পুত্র বায়ু। গত বছরআগস্ট মাসে মা হয়েছেন সোনম। এরপর এটাই অভিনেত্রীর প্রথম জন্মদিন। আর সেই বিশেষ দিনেই বাবার থেকে অনেকটা দূরে রয়েছেন পর্দার নীরজা। তাই মেয়ের উদ্দেশে মনের কথা খুলে বলতে সামাজিক যোগাযোগমাধ্যমের শরণাপন্ন হলেন অনিল। 

মেয়ের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন অনীল। সে কথা মনে করিয়ে দিয়ে লিখেছেন, “তোমাকে মনে করতে তোমার সবচেয়ে প্রিয় কাজটাই আমি করছি— শুটিং ফ্লোরে রয়েছি। খুব জলদি ফিরে এসো।”

বাবার এই আবেগঘন পোস্ট দেখে উত্তর দিতে ভোলেননি সোনম। তিনি অনিলের উদ্দেশে লিখেছেন, “বাবা, আমি তোমাকে ভালবাসি।”

সোনমের জন্মদিনে অভিনেত্রীর বলিউড সতীর্থদের মধ্যে অনেকেই তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। মা হওয়ার পর ছেলেকে বড় করে তুলতেই মনোনিবেশ করছেন সোনম। তাই দীর্ঘ সময় তিনি বড় পর্দা থেকে দূরে রয়েছেন। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল সোনম অভিনীত ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিটি। সেটি বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। পরিচালক সোম মখিজার থ্রিলার ‘ব্লাইন্ড’-এ মুখ্যভূমিকায় অভিনয় করেছেন সোনম। জানা গেছে, খুব দ্রুতই নির্মাতারা ছবিটি কোনও ওটিটিতে রিলিজ করতে চাইছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here