জাতির পিতার সমাধিতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা

0

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। 

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার ও সাধারণ সম্পাদক কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাতের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরূদ পাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের আত্মার মাগফেরাত কামনায় ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেক হায়াত ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। 

শ্রদ্ধা নিবেদন শেষে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বঙ্গবন্ধুর সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে কিছু সময় কাটান। বেলা আড়াইটায় তিনি স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন।

বৃহস্পতিবার সড়ক পথে পদ্মা সেতু হয়ে দুপুর ১টায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৬ শতাধিক নেতাকর্মী টুঙ্গিপাড়া এসে পৌঁছালে কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীর চন্দের নেতৃত্বে গোপালগঞ্জ জেলা কৃষক লীগ, টুঙ্গিপাড়া কৃষক লীগ ও কোটালিপাড়া কৃষক লীগের নেতৃবৃন্দ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপিকে স্বাগত জানান। এ সময় এমপি বাহারের কন্যা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা ও আয়মন বাহার সোনালি তাঁর সঙ্গে ছিলেন। 

উল্লেখ্য, ১২ মে দ্বিতীয়বারের মতো এমপি বাহারের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্যের কমিটি ঘোষণার পর গত ২১ মে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি। 

গত বছরের ৫ নভেম্বর ত্রিবার্ষিক সম্মেলনে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে সভাপতি ও আরফানুল হক রিফাতকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। সম্মেলনের প্রায় ৬ মাস পর ১২ মে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here