টঙ্গীতে অজ্ঞাত (বয়স আনুমানিক ৩০) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর পাগাড় সোসাইটি মাঠ এলাকায় লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশের পরিচয় পাওয়া যাইনি।
রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন ছিল বলে জানান তিনি।