টেম্বা বাভুমা সরে দাঁড়ানোর পর এবার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে এইডেন মারক্রামকে বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ সোমবার দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
পেসার আনরিক নরকিয়া ও কাগিসো রাবাদাকেও ১৬-২১ মার্চে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজে বিশ্রামে রাখা হয়েছে। তবে তারা আছেন টি-টোয়েন্টির দলে।