প্রথম ছবি মুক্তি পেয়েছিল প্রায় ১০ বছর আগে। ছবিতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি ও সৌরভ শুক্ল। ছবির নাম ছিল ‘জলি এলএলবি’। এই ছবি যেমন প্রশংসিত হয়েছিল সমালোচকদের দ্বারা, তেমনই বক্স অফিসেও সাড়া জাগিয়েছিল।
ছবির সাফল্যে উৎসাহিত হয়ে দ্বিতীয় ভাগও তৈরি হয় ২০১৭ সালে। ‘জলি এলএলবি ২’ ছবিতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, হুমা কুরেশি, সায়নী গুপ্ত, অনু কাপুরের মতো অভিনেতারা। তার পরে কেটে গেছে প্রায় ছয় বছর। এত দিন পরে অবশেষে ‘জলি এলএলবি ৩’ ছবি নিয়ে মিলল জল্পনার জবাব।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আরশাদ জানান, ‘মুন্নাভাই ৩’ ছবি নিয়ে নাকি এখনো তেমন কথাবার্তা হয়নি। তবে ‘মুন্নাভাই ৩’ ছবি তৈরি হলে নাকি এক পায়ে রাজি তিনি।
আরশাদ জানান, তিনি ছাড়াও সঞ্জয় দত্ত, রাজকুমার হিরানি, বিধু বিনোদ চোপড়া-সবাই এই ছবি বানাতে আগ্রহী। তবে সেই পরিকল্পনা কবে বাস্তবে রূপায়িত হবে, তা এখনই বলা যাচ্ছে না। শুধু ‘মুন্নাভাই ৩’ নয়, ‘গোলমাল ৫’ ছবির করার জন্যও মুখিয়ে রয়েছেন আরশাদ।