বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিন শেষে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। দুই সেঞ্চুরিতে প্রথম ইনিংসে তারা রানের পাহাড় গড়েছে। ভারতীয় বোলারদের নাস্তানাবুদ করে অলআউট হওয়ার আগে প্যাট কামিন্সের দলের সংগ্রহ ৪৬৯ রান। জবাব দিতে নেমে বিপদে পড়েছে ভারত।
ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিত শর্মার দলকে চেপে ধরেছে অস্ট্রেলিয়া। ৭১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে ভারত। আউট হয়েছেন রোহিত শর্মা (১৫), শুভমান গিল (১৩), চেতেশ্বর পূজারা (১৪) আর বিরাট কোহলি (১৪)।
এর আগে, ৩ উইকেটে ৩২৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন আগের দিন ৯৫ রানে অপরাজিত থাকা স্টিভেন স্মিথ। প্রথমদিনে ৭৬ রানে ৩ উইকেট হারানোর পর জুটি বাধা ট্রাভিস হেড ও স্মিথ এদিন আরও ৩৪ রান যোগ করেন। ৩৬১ রানের মাথায় মোহাম্মদ সিরাজের বলে হেড ফিরলে ভাঙে ২৮৫ রানের জুটি। ১৭৪ বলে ১৬৩ রানের ইনিংস খেলেন হেড।
হেডের বিদায়ের পর ক্যামেরন গ্রিন মাঠে নামলেও বেশিক্ষণ টিকতে পারেননি। মোহাম্মদ শামির বলে শুভমান গিলের হাতে ক্যাচ দেন তিনি। পরে ৩৮৭ রানের মাথায় ফেরেন স্টিভেন স্মিথ। ২৬৮ বলে করেন ১২১ রান। এছাড়া দ্রুতই ফেরেন মিচেল স্টার্কও।
তবে অষ্টম উইকেটে অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে ৫১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন অ্যালেক্স ক্যারি। ৪৫৩ রানের মাথায় ব্যক্তিগত ৪৮ রান করে রবীন্দ্র জাদেজার এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। এরপর অস্ট্রেলিয়ার ইনিংস আর বেশিদূর এগোয়নি। শেষের দুজনকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ৪৬৯ রানে আটকে রাখেন মোহাম্মদ সিরাজ।
ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ ১০৮ রান খরচায় নেন ৪টি উইকেট। ২টি করে উইকেট শিকার মোহাম্মদ শামি আর শার্দুল ঠাকুরের।