কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বসতঘর ও দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে মনছুর আলম (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী ৮ ডাব্লিউ নম্বর ক্যাম্পের ব্লক ‘এ’ এর সাব ব্লক এ/৪১ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনছুর ওই ব্লকের মৃত নাজীর হোসেনের ছেলে।
ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা যায় বসতঘর ও দোকানের জায়গাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।