পাল্টা আক্রমণে নেমে শুরুতেই হোঁচট খেল ইউক্রেনীয় বাহিনী: রিপোর্ট

0

পাল্টা আক্রমণে নেমে ইউক্রেনের সেনাবাহিনী শুরুতে হোঁচট খেয়েছে। তারা বেশ সংখ্যক সেনা এবং সমরাস্ত্র হারিয়েছে। রুশ সেনারা প্রত্যাশার তুলনায় অধিক প্রতিরোধ গড়ে তুলেছেন

দুইজন মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। 

তবে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন বলছে, ‘পাল্টা আক্রমণের শুরুতেই ধাক্কা খেয়েছে ইউক্রেনীয় বাহিনী। তারা বেশ সংখ্যক সেনা এবং সমরাস্ত্র হারিয়েছে।’ 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার দাবি করেছে, জাপোরিঝজিয়া অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণের চেষ্টা করে। কিন্তু রুশ সেনাদের শক্ত প্রতিরোধে তারা পিছু হটে। ইউক্রেন ৩০টি ট্যাঙ্ক, ১১টি সাঁজোয়া পদাতিক যান এবং ৩৫০ জন সৈন্য হারিয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, কিছুটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও ইউক্রেনের বিস্তৃত পাল্টা আক্রমণের পরিকল্পনায় সেটা প্রভাব ফেলবে না। সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here