গাজীপুরে নারী মাদক কারবারি গ্রেফতার

0

গাজীপুরে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবাসহ এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে পুলিশ। এসময় সোয়া ১ কেজি হেরোইন ও ৬ হাজার ৬শ’ পিস ইয়াবা টেবলেট জব্দ করা হয়। আজ রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামছুর রহমান। 

আটক মাদক সম্রাজ্ঞীর নাম-মালা (৩৮)। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার টেংরাপাড়া এলাকার শফিক মিয়ার স্ত্রী। 

তিনি আরো জানান, জব্দকৃত হেরোইনগুলো রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকা থেকে এবং ইয়াবা টেবলেটগুলো ব্রাহ্মণবাড়িয়া থেকে সংগ্রহ করা হয় বলে গ্রেফতারকৃত মালা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। সে আরো জানায়, মাদক ক্রয়বাবদ দুই দিনে (মঙ্গলবার ও বৃহষ্পতিবার) ৩০ লাখ টাকা পরিশোধ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞী মালার বিরুদ্ধে মাদকসহ নানা অভিযোগে নেত্রকোনা জেলাসহ বিভিন্ন থানায় ৭টির বেশি মামলা রয়েছে। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here