চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী পাতিলা গ্রাম থেকে ১ কেজি ৮৬৫ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বারসহ সেলিম হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটককৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ৯৫৮ টাকা।
আটক সেলিম হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মো. জাফর আলীর ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানায় মহেশপুরের ৫৮ বিজিবির সহকারী পরিচালক।