প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বলিউড অভিনেতা অর্জুন রামপাল ২০১৮ সাল থেকে সাউথ আফ্রিকার নাগরিক মডেল গেব্রিয়েলা দেমেত্রিয়াদেসের সঙ্গে সম্পর্কে রয়েছেন। বিয়ে না করলেও বছর ঘুরতেই ২০১৯ সালে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। বছর তিনেক পেরতে না পেরতেই ফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছেন অর্জুনের এই প্রেমিকা।
এবার সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের ছবি দিতেই নেটপাড়ার নীতিপুলিশদের তরফে কুকথা শুনতে হল অর্জুন রামপালের প্রেমিকাকে। তাদের মধ্যে কেউ বলছেন, বিয়ে না করে সন্তান নেয়ায় তরুণদের মানসিকতা নষ্ট হচ্ছে। সম্প্রতি গেব্রিয়েলা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তার বেবি বাম্প স্পষ্ট। হবু মায়ের চেহারা মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ হয়ে উঠেছে। সেই ছবি দেখে বলিপাড়ার একাংশ থেকে অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ হলেও নেটিজেনদের একাংশের মনে ধরেনি। তার কারণ, অর্জুন রামপালের সঙ্গে গেব্রিয়েলার এখনও বিয়ে হয়নি। সেই প্রসঙ্গ তুলে অর্জুন রামপালের প্রেমিকাকে কটাক্ষ করতে ছাড়লেন না তারা।
প্রসঙ্গত, এর আগে বিয়ে পরিকল্পনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে অর্জুন রামপাল জানিয়েছেন যে, ‘আমরা লিভ-ইন সম্পর্কেই ভাল আছি। আমাদের সন্তান আরিককে বড় করে তুলছি। আমাদের সম্পর্কের প্রমাণের জন্য একটা কাগজের টুকরোর দরকার নেই।’ সূত্র : সংবাদ প্রতিদিন।