বাগেরহাটে সাবেক ছাত্রলীগ নেতাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

0

বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলফাজ শেখসহ তিন মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশ উপজেলার পেড়িখালীর পুরাতন ইউপি ভবনের সামনে অভিযান চালিয়ে ছাত্রলীগের সাবেক নেতা আলফাজকে ২৩০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। একই দিন রাতে উপজেলার ফয়লা বাজারে অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজাসহ শেখ নাজমুল ও আরিফ মোড়ল নামে অপর দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা আলফাজ শেখ (২৫) পেড়িখালী গ্রামের ইবরাহীম হোসেনের ছেলে। অপর দুইজন হলো, একই উপজেলার মানিকনগর গ্রামের মোস্তফিজর রহমানের ছেলে শেখ নাজমুল (২৭) এবং জাহাঙ্গীর মোড়লের ছেলে আরিফ মোড়ল (২১)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here