মিয়ানমারে একটি হাসপাতালে চিকিৎসাধীন জান্তা সমর্থিত গায়িকা লিলি নাইং কিয়াও মারা গেছেন। সপ্তাহ খানেক আগে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। জান্তা সরকারের সাথে সখ্যের কারণেই তিনি হামলার শিকার হয়েছেন বলে মনে করছেন অনেকে।
গত মঙ্গলবার লিলিকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনাকে দেশটির সরকার সমর্থন সেলিব্রিটিদের জন্য আশঙ্কা হিসেবে দেখা হচ্ছে।
৫৮ বছর বয়সী লিলি শীর্ষ জান্তা নেতাদের ঘনিষ্ঠ ছিলেন। তাকে প্রায়ই তাদের সহযোগী হিসেবে উল্লেখ করা হতো। এ গায়িকাকে হত্যার অভিযোগে এরই মধ্যে দুজনকে আটক করা হয়েছে। আটকরা সেনাবাহিনী বিরোধী একটি শহুরে সশস্ত্র গ্রুপের কর্মী বলে জানা গেছে।
গত ৩০ মে সন্ধ্যায় ইয়াঙ্গুনে বাড়ির বাইরে গাড়ি পার্ক করার বন্দুক হামলার শিকার হন লিলি।
লিলি নাইং কিয়াও-এর জন্ম একটি সামরিক পরিবারে। প্রায়শই সেনাবাহিনীর ইভেন্টে তাকে দেখা যেতো। তার একটি গান নববর্ষের পানি উৎসবে অনানুষ্ঠানিক থিম সং হিসেবে গাওয়া হয়।
সূত্র: বিবিসি