গোলাবারুদ না দিলে বাখমুতে ভেঙে পড়বে রুশ প্রতিরোধ, ওয়াগনারের সতর্কতা

0

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত চারপাশ থেকে ঘিরে রেখেছে রাশিয়ার সেনারা। তবে রুশ সেনাদের সেই অবরোধ অচিরেই ভেঙে পড়তে পারে। কারণ বাখমুতে গোলাবারুদ সঙ্কটে ভুগছে রুশ সেনারা।

রাশিয়ার ওয়াগনার গ্রুপের প্রধান এই সতর্কতা দিয়েছেন।

গোলাবারুদ না পেয়ে ক্ষিপ্ত ইয়েভজেনি প্রিগোঝিন বলেছেন, ‌‘এখন আমরা কারণ খোঁজার চেষ্টা করছি। এটা কি সাধারণ আমলাতন্ত্র নাকি বিশ্বাসঘাতকতা।’

এই বিদ্রোহী নেতা আরও কয়েকবার রাশিয়ার প্রতিরক্ষা প্রধান ও শীর্ষ জেনারেলদের সমালোচনা করেছেন। গেল মাসেও ওয়াগনার প্রধান রুশ প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছিলেন।

এই নেতার দাবি, ‘যদি এখন বাখমুত থেকে ওয়াগনার বাহিনী সরিয়ে নেওয়া হয়, তবে পুরো বাহিনীই ভেঙে পড়বে।’ ‘রাশিয়ার স্বার্থ রক্ষার বিষয়ে সবদিক থেকে ভালো অবস্থানে নেই সামরিক অবকাঠামো।’

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here