আফগানিস্তান দল বাংলাদেশ সফরে আসবে আগামী শনিবার। ঢাকায় এসে তারা মাত্র তিন দিন অনুশীলন করেই খেলতে নামবে। টেস্ট শুরু হবে ১৪ জুন থেকে, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। বাংলাদেশের বিরুদ্ধে তারা টেস্ট ছাড়াও তিনটি ওয়ানডে ও দু’টি টি-২০ ম্যাচ খেলবে।
বাংলাদেশ দলে যেমন সেরা তারকা সাকিব আল হাসান নেই। তেমনি আফগানিস্তান দল থেকেও ছিটকে গেছেন তাদের সেরা তারকা রশিদ খান। তাকে ছাড়াই বাংলাদেশে আসছে আফগানরা। টাইগারদের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় দলে জায়গা হয়নি রশিদের। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দুই ওয়ানডেতে চোটের কারণে খেলতে পারেননি।
ঘরোয়া ক্রিকেটে ক্যারিশমেটিক ব্যাটিং করে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন বাহির শাহ। এ তরুণ তারকার প্রথম শ্রেণির ক্রিকেটে একটি ট্রিপল সেঞ্চুরিও আছে। অপরাজিত ৩০৩ রানের ইনিংস তাকে পৌঁছে দিয়েছে জাতীয় দলে। প্রথম শ্রেণির ক্রিকেটে বাহির শাহর মোট সেঞ্চুরি ৯টি। ৩৩ ম্যাচে গড় ৬৫.২০।
আফগানিস্তান দল :
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আফসার জাজাই, ইকরাম আলীখিল, ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুল হক নাভিদ, আমির হামজা হোতাক, ইব্রাহিম আবদুল রহিমজাই, ইয়ামিন আহমেদজাই, নিজাত মাসুদ।