বিদ্যুৎ সংকটে সারাদেশ গ্যাস চেম্বারে পরিণত : রিজভী

0

প্রচণ্ড খরতাপের মধ্যে বিদ্যুৎ সংকটের কারণে সারাদেশ গ্যাস চেম্বারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 

বুধবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে আয়োজিত এক প্রার্থনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন রিজভী। 

এ সময় রিজভী আহমেদ বলেন, কিছুদিন আগেও সরকারের এমপি-মন্ত্রীরা বলেছেন ‘আমরা এমন বিদ্যুৎ উৎপাদন করেছি যে-এখন ফেরি করে বিদ্যুৎ বিক্রি করতে হবে’। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি গ্রামাঞ্চলে এমনকি ঢাকা শহরেও প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। প্রচণ্ড খরতাপে বিদ্যুৎ সংকটের কারণে সারাদেশ গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। অথচ বিদ্যুৎ নিয়ে এ ধরনের মিথ্যাচারকারীদের এমপি-মন্ত্রী বানানো হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here