বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় আহত ১৫

0

বাগেরহাটের রামপাল উপজেলার কৈগরদাসকাটি চর এলাকায় মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ হামলার ঘটনায় আহতদের রামপাল ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মৎস্য ঘের দখরের চেষ্টা ও হামলার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সুন্দরবনের আত্মসমার্পণকৃত বনদস্যু আব্বাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ওলি ইজারদার (৪২), মেশকাত মোল্লা (৩০), মো. রোকন উদ্দিন শেখ (৪৫), সোহেল পারভেজ বাবু (৩১), মো. হোসেন ইজারদার (২৪), মো. রনি ইজারদার(২৮), হাফিজুর রহমান (৩২) নামে সাতজনকে গ্রেফতার করেছে।

বুধবার সকালে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here