ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তার উপর উল্টে ঘটনাস্থলেই চালক আব্দুস সালাম সরদার (৩২) নিহত হয়েছেন। এ সময় ট্রাকের হেলপার হুমায়ুন মিয়া (৩২) ও ট্রাকের আরোহী ফল ব্যবসায়ী রাসেল কাজ (২৮ ) আহত হয়েছেন। নিহত আব্দুস সালামের বাড়ি সাতক্ষীরা জেলা সদরের কামালনগর গ্রামে। সে ওই গ্রামের আব্দুস সামাদ সরদারের ছেলে।
এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ হেল বাকি জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার উপর পড়ে গেলে ট্রাকচালক আব্দুস সালাম সরদারের মাথা ফেটে যায় এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। আহত দুই জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ট্রাকটি আঙুর বোঝাই করে বেনাপোল থেকে ঢাকা যাচ্ছিল।