বেনজেমাকে পেয়ে খুশি আল ইত্তিহাদ

0

রিয়াল মাদ্রিদের বাঁধন কেটে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরেই সৌদি ক্লাব আল ইত্তিহাদে নাম লিখিয়েছেন ফরাসি ফুটবলার করিম বেনজেমা। 

ফরাসি এই ফরোয়ার্ডকে দলে টানতে পেরে আনন্দের জোয়ার বইছে জেদ্দার ক্লাবটিতে। বেনজেমার হাত ধরে নতুন শুরু অপেক্ষায় আছে তারা।

অনেকে একে সৌদি ফুটবলের উত্থান হিসেবেও দেখছেন। জানা গেছে আরো বেশ কয়েকজন ফুটবল তারকা সৌদি লিগে যেতে পারেন।

বেনজেমাকে ক্লাবের ইতিহাসের বড় অর্জনগুলির একটি বলেই বিবেচনা করছেন আল ইত্তিহাদের সভাপতি আনমার বিন আবদালা আল-হাইলাই। বলেছেন, ‌‘করিম একজন গ্লোবাল ফুটবল আইকন। তুমুল জনপ্রিয় সে এবং এখনও নিজের সামর্থ্যের চূড়ায় আছে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here