ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ দল। ৪৮ ওভার ৫ বলে সব কয়টি উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করেছে টাইগাররা।
এর আগে মিরপুরের দুই ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ নিজেদের হাতে রেখে দিয়েছে জশ বাটলারের ইংল্যান্ড। আজকে ম্যাচটি জিততে পারলে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ।
তিনি তৃতীয় ওভারে ১১ রানে সেই স্যাম কারেনের কাছেই পরাস্ত হন। প্যাডের ওপর থেকে ফ্লিক করতে গিয়ে লিডিং-এজড হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এতে পয়েন্টে সহজ ক্যাচ গেছে জেমস ভিন্সের কাছে।
পরে দলের হাল ধরেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত। ৫৩ রানে রান আউটে কাটা পড়ে বিদায় নেন শান্ত। এরপর ৭০ রানে আদিল রশিদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিক। পরে সাকিব আল হাসান ছাড়া আর কেউ ক্রিজে থিতু হতে পারেননি। তার ৭৫ রানে ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৪৬ রান।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেছেন জোফরা আর্চার। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন স্যাম কারেন ও আদিল রশিদ।