গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে ডাব খাইয়ে অচেতন করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় কলেজ ছাত্রীর বাবা শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত মো. স্বাধীন জয় (২২) শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামের ছেলে। ভিকটিম শ্রীপুরের একটি কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত।
গাজীপুর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর জ্ঞান ফিরলে ভিকটিম জানায়, অভিযুক্ত মো. স্বাধীন জয় তার ফেসবুক ফ্রেন্ড। কলেজ থেকে বের হওয়ার সময় ভিকটিমকে একটি ডাব খেতে দেয়। ডাব খাওয়ার পর ভিকটিমের মাথা ঘুরাতে থাকলে তাকে জোর করে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে তাকে স্বাধীন জয় ধর্ষণ করে। এসময় ভিকটিমের গলায় থাকা ৪০ হাজার টাকা মূল্যে স্বর্ণের চেইন, ২০ হাজার টাকা মূল্যের বেস লাইট ও কানের দুল নিয়ে যায়।
এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিত্রে থানায় মামলা দায়ের করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতার পুলিশের অভিযান চলছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।