গাড়ি বোমা হামলায় আফগানিস্তানের প্রাদেশিক গভর্নর নিহত

0

গাড়ি বোমা বিস্ফোরণে আফগানিস্তানের বাদাখশানের প্রাদেশিক পুলিশ প্রধান নিহতের কয়েক মাস পর এবার প্রাদেশিক গভর্নর নিহত হয়েছেন। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, আত্মঘাতী বোমারু প্রাদেশিক গভর্নর নিসার আহমাদিকে বহনকারী গাড়িতে তার বিস্ফোরক বোঝাই গাড়ি মেরে দেয়। এই ঘটনায় বাদাখশান প্রদেশের গভর্নর নিহত ছাড়াও তার গাড়িচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন।

২০২১ সালের আগস্টে পশ্চিমা সমর্থিত সরকারকে হঠিয়ে ক্ষমতা দখল করে তালেবান। সেই থেকে দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা পূর্বের তুলনায় ভালো। তবে মাঝেমধ্যে ইসলামিক স্টেটের স্থানীয় শাখা (আইএস-কে) বিভিন্ন স্থানে ভয়াবহ আত্মঘাতী হামলা চালিয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here