১৩ বছর আত্মগোপনে থাকা অপহরণ ও গণধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মজনু মিয়াকে র্যাব-১৩ ও র্যাব-১ এর যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ধৃত আসামি লালমনিরহাট চিনিয়াপাড়া এলাকার মৃত সাদুরা মামুদের পুত্র মোঃ মজনু মিয়ার (৫৪ ) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন আদালতের বিচারক। ১৩ বছর আগে এই মামলার অপর আসামি মোঃ সাইদুর রহমান লালমনিরহাট সদরের এক কিশোরীকে (১৫) বিভিন্ন সময় প্রেম ভালোবাসার প্রস্তাব দিত। কিন্তু কিশোরী তার প্রস্তাবে রাজি না হলে আসামি সাইদুর রহমান তার বন্ধু ধৃত আসামি মোঃ মজনু মিয়াকে নিয়ে ওই কিশোরীকে উঠিয়ে নিয়ে তার নিকট নিয়ে আসতে বলে। সাইদুরের কথামত মজনু মিয়া কিশোরীকে প্রলোভন দেখিয়ে তার সাথে ঠাকুরগাঁও কোন এক জায়গায় নিয়ে যায়। সেখানে ধৃত আসামি মজনু মিয়া, সাইদুরসহ আরো একজন কিশোরীকে আটক রেখে গণধর্ষণ করে। কিশোরীর পরিবার বিষয়টি জানার পর থানায় মামলা করলে থানা পুলিশ আসামিসহ ভিকটিমকে উদ্ধার করে।