চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠল যারা, কাদের খেলতে হবে প্লে-অফ

0
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠল যারা, কাদের খেলতে হবে প্লে-অফ

খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত বদলেছে হিসাব, পাল্টেছে অবস্থান। একসঙ্গে চলা ম্যাচগুলোর প্রতিটি গোল যেন নতুন করে লিখেছে চ্যাম্পিয়ন্স লিগের গল্প। লিগ পর্বের শেষ রাতে কোথাও উল্লাস, কোথাও হতাশা। নাটকীয় এই রাতেই চূড়ান্ত হয়েছে কারা সরাসরি শেষ ষোলোতে, আর কারা পড়ছে প্লে-অফের কঠিন পরীক্ষায়।

শেষ রাউন্ড শুরুর আগে সরাসরি শেষ ষোলো নিশ্চিত ছিল মাত্র দুই দল- আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। বুধবারের ম্যাচ ডে শেষে সেই তালিকায় যুক্ত হয়েছে আরও ছয় নাম। লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি ও ম্যানচেস্টার সিটি জায়গা করে নিয়েছে সেরা আটে। ফলে এই আট দলই সরাসরি শেষ ষোলো খেলবে।

জয়ের ধারায় ছিল বায়ার্ন মিউনিখও। পিএসভি আইন্দহোভেনের মাঠে ২-১ গোলের জয় নিশ্চিত করে তারা নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। তবে শেষ রাতে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থান থেকে শেষ রাউন্ডে নামা ১৫ বারের ইউরোপসেরা বেনফিকার বিপক্ষে ৪-২ গোলে হেরে নেমে গেছে নবম স্থানে। এর ফলে রেকর্ড চ্যাম্পিয়নদের এবার যেতে হচ্ছে প্লে-অফের অনিশ্চিত পথে।

বিদায়ের একেবারে কিনারায় দাঁড়িয়েও শেষ মুহূর্তের নাটকে টিকে গেছে বেনফিকা। যোগ করা সময়ের অষ্টম মিনিটে গোলরক্ষকের গোলের সুবাদে গোল পার্থক্যে এগিয়ে থেকে তারা প্লে-অফ নিশ্চিত করে। একই সঙ্গে জোসে মরিনিয়োর দলও শেষ ষোলোতে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।

৩৬ দলের এই আসরে নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো খেলবে দুই লেগের প্লে-অফ। সেখান থেকে জয়ী আট দল পূরণ করবে শেষ ষোলোর বাকি আটটি জায়গা। গত মৌসুমের চ্যাম্পিয়ন পিএসজিও শেষ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ ড্র করে অবস্থান করেছে ১১ নম্বরে, ফলে তাদেরও খেলতে হবে প্লে-অফ। ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, ইউভেন্তুস ও আতালান্তার মতো দলগুলোকেও পাড়ি দিতে হচ্ছে একই কঠিন পথ।

অন্যদিকে আগেই বিদায় নিশ্চিত হওয়া কয়রাত আলমাতি, ভিয়ারিয়াল, স্লাভিয়া প্রাহা ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে শেষ দিনে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে মার্সেই, পাফোস, ইউনিয়ঁ সাঁ-জিলোয়া, পিএসভি আইন্দহোভেন, আথলেতিক বিলবাও, নাপোলি, কোপেনহেগেন ও আয়াক্স।

সরাসরি শেষ ষোলোয় উঠেছে

আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি, ম্যানচেস্টার সিটি।

প্লে-অফে খেলবে যারা

রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, ইউভেন্তুস, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, বায়ার লেভারকুজেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বুদে/গ্লিম্ট ও বেনফিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here