‘আমরা টেনিস খেলোয়াড়রা কি চিড়িয়াখানার পশু’—প্রশ্নটি ইগা সিওনতেকের। ছয়বারের এই গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে হারের পর সংবাদ সম্মেলনে প্রশ্নটি তোলেন।
অস্ট্রেলিয়ান ওপেনে সারাক্ষণ খেলোয়াড়দের ওপর নজর রাখা হচ্ছে বলে অভিযোগ তার। খেলোয়াড়দের ব্যক্তিগত পরিসরে কর্তৃপক্ষ ঢুকছেন বলে অভিযোগ করেছেন।
সিওনতেক বলেছেন, ‘‘বুঝতে পারছি না, আমরা টেনিস খেলোয়াড় না চিড়িয়াখানার পশু? যাদের সব সময় চোখে চোখে রাখা হয়। এমনকি শৌচালয়ে গেলেও!’’
এরপর কটাক্ষের সুরে পোলিশ খেলোয়াড় বলেছেন, ‘‘হয়তো একটু বেশি বলে ফেললাম। তবে কিছু বিষয় ব্যক্তিগত থাকা ভাল। নিজের মতো করে কিছু করার সুযোগ থাকা উচিত। সব কিছু সারা বিশ্বকে দেখানোর প্রয়োজন নেই।’’
অপ্রত্যাশিত হারের পর সংবাদ সম্মেলনে এভাবেই নিজের ক্ষোভ উগরে দেন তিনি।
কয়েক দিন আগেও সিওনতেক বিতর্কে জড়িয়েছিলেন। পরিচয়পত্র সঙ্গে না থাকায় তাকে মেলবোর্ন পার্কে ঢুকতে দেওয়া হয়নি। সেই ঘটনার ভিডিও সমাজিমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তা নিয়ে সিওনতেক বলেছেন, ‘‘আমরা টেনিস খেলোয়াড়। আমাজের কাজ টেনিস খেলা। কোর্টে এবং সাংবাদিক বৈঠকে আমরা মানুষের নজরে থাকি। থাকতে হয়। তার মানে পরিচয়পত্র আনতে ভুলে যাওয়া নিয়েও মিম তৈরি করা হবে!’’
খেলোয়াড়দের ব্যক্তিগত পরিসরে নজরদারি নিয়ে বিরক্তি প্রকাশ করেন কোকো গফও। তৃতীয় বাছাই আমেরিকার খেলোয়াড় কোয়ার্টার ফাইনালে হারার পর স্টেডিয়ামের ভিতরে গিয়ে হতাশায় র্যাকেট ভেঙে ফেলেন। তার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন গফ।
তিনি বলেন, ‘‘এমন জায়গায় গিয়ে হতাশায় র্যাকেট ভেঙেছিলাম, সেখানে কেউ ছিল না। ক্যামেরা নেই বলে ভেবেছিলাম। কিন্তু দেখলাম, সেটাও সম্প্রচার করা হয়েছে। খেলোয়াড়দের ব্যক্তিগত গোপনীয় বলে কিছুই নেই এখানে।’’
বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পঞ্চম বাছাই এলিনা রিবাকিনার কাছে হেরেছেন শিয়নটেক। ম্যাচের ফল তার পক্ষে ৫-৭, ১-৬। সূত্র: আনন্দবাজার

