আইসিসিবিতে শুরু হলো প্লাস্টিক মেলা

0
আইসিসিবিতে শুরু হলো প্লাস্টিক মেলা

রাজধানীতে ইন্টারন্যাশানাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ১৮তম বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক, প্যাকেজিং ও প্রিন্টিং শিল্প মেলা।  চার দিনব্যাপী এই মেলায় চীন, তুরস্ক, ভিয়েতনাম, তাইওয়ান, যুক্তরাজ্যসহ ১৮টি দেশের ৩৯০টির বেশি ব্র্যান্ডের ৮০০টি স্টল অংশ নিয়েছে। মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে।

বুধবার প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। এতে সভাপতিত্ব করেন প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) সভাপতি সামিম আহমেদ।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, উদীয়মান সেক্টরের মধ্যে প্লাস্টিক সেক্টর অন্যতম। এ সেক্টর শ্রম ঘন এবং রপ্তানিতে বড় ভূমিকা রাখছে। বিভিন্ন কোম্পানি এ সেক্টরে ভালোমানের প্লাস্টিক তৈরি করছে। বিভিন্ন প্রযুক্তির কারণে মেলার ভূমিকা বাড়ছে।

তিনি বলেন, বন্ডের পণ্যের সঙ্গে দেশের পণ্য পারবে না। বন্ডের পণ্য লিক হয়ে দেশের বাজারে ছড়িয়ে পড়ছে এতে দেশের কারখানা বন্ধ হচ্ছে।

মেলায় প্লাস্টিকের গৃহস্থালি পণ্য, প্যাকেজিং সামগ্রী, প্লাস্টিক মোল্ড, ক্রোকারিজ ও খেলনা, ফার্মাসিউটিক্যাল পণ্য, প্লাস্টিক ফার্নিচার, মেলামাইন সামগ্রী, তৈরি পোশাক শিল্পের অ্যাকসেসরিজ পণ্য প্রদর্শিত হচ্ছে।

এ ছাড়া প্লাস্টিক পণ্য তৈরির যন্ত্র ও প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে রয়েছে প্লাস্টিক ইনজেকশন মোল্ডিং যন্ত্র, পিপি ওভেন ব্যাগ যন্ত্র, প্যাকেজিং যন্ত্র, ফ্লেক্সোগ্রাফিক প্রিন্টিং যন্ত্র, পিইটি ব্লো যন্ত্র ও প্লাস্টিক ব্যাগ তৈরির যন্ত্রসহ ইত্যাদি।

মেলার প্রথম দিন প্লাস্টিক খাতের পুনর্ব্যবহার (রিসাইক্লিং), শিল্পভিত্তিক পারস্পরিক সহাবস্থান ও প্রতিযোগিতামূলক উৎপাদনের ভবিষ্যৎ বিষয়ক সেমিনার আয়োজিত হয়। এ ছাড়া বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ‘প্যাকেজিং খাতে রপ্তানি সম্ভাবনা ও সম্ভাব্য পণ্য চিহ্নিতকরণ’ ও ‘এসএমই প্রবৃদ্ধি কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে প্লাস্টিক খাত উন্নয়ন নীতি’ শীর্ষক দুটি আলাদা সেমিনার আয়োজিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here