আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুড়িগ্রামে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। চলছে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি।
বুধবার বিকেলে কুড়িগ্রাম শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট স্থাপন করে এমন তৎপরতা চালায় বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে জেলার সাতটি উপজেলার ৬১৮টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ২৭ প্লাটুন বিজিবি সদস্য। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
ভোটাররা বলছেন, নির্বাচনের সময় নিরাপত্তাব্যবস্থা এমন জোরদার থাকলে ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। বিজিবির উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করেছেন তারা।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক বলেন, ‘নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের জানমাল ও ভোটের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’
এছাড়া নির্বাচন কেন্দ্র করে কুড়িগ্রাম সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

