নরসিংদীতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুজনকে রিমান্ডে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের আদালত এ আদেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর মো. সফি উদ্দিন খান বলেন, তদন্তের জন্য মামলার কর্মকর্তা গ্রেপ্তার রনি ও আলাল সরকারের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান। আদালতের বিচারক তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এছাড়া হামলার ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে রিফাত নামে আরো একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় ক্র্যাব-এর সদস্যরা নরসিংদী ড্রিম হলিডে পার্কে ফ্যামিলি ডে উদযাপন অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে হামলার শিকার হন। তাদের বাস রাস্তার পাশে কিছুক্ষণ থামলে স্থানীয় একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে। এতে সাংবাদিকেরা প্রতিবাদ জানালে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পরে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ সাংবাদিক আহত হন।

